ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ফি মওকুফের দাবিতে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
ফি মওকুফের দাবিতে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: বাংলানিউজ

বরিশাল: সম্মান দ্বিতীয় বর্ষের পরীক্ষার সেশন চার্জ ও রেজিস্ট্রেশন ফিসহ কলেজ থেকে নির্ধারিত ফি মওকুফের দাবিতে বরিশালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএম কলেজের শিক্ষার্থীরা।  

বুধবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় প্রশাসনিক ভবনের সামনের সড়কে তারা আন্দোলন শুরু করেন।

এসময় শিক্ষার্থীরা জানান, করোনাকালে দীর্ঘ দুই বছর ধরে কলেজ বন্ধ রয়েছে, অথচ কলেজ কর্তৃপক্ষ সেমিনার, স্কাউট, শিক্ষাসফর, ম্যাগাজিনসহ বিভিন্ন অযাচিত খাতে ফির নামে অর্থ আদায় করছে। যা বর্তমানে শিক্ষার্থীদের পক্ষে দেওয়া সম্ভব না।

এমন অবস্থায় অযাচিত ফি মওকুফ করে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফি ধার্য করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। তাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

এ বিষয়ে কলেজ অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া জানান, বিষয়টি নিয়ে শিক্ষার্থী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এর সমাধান হবে।  

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ