ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

শিক্ষা

জবিতে মাস্টার্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৩, আগস্ট ১২, ২০২১
জবিতে মাস্টার্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) মাস্টার্সে (স্নাতকোত্তর শ্রেণি) ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা স্নাতক (সম্মান) পরীক্ষার ফল প্রকাশ হওয়ার ৩০ দিনের মধ্যে নির্দিষ্ট ফরম পূরণ করে মাস্টার্সে ভর্তি হবেন।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব বিষয় জানানো হয়েছে।

এতে বলা হয়, মাস্টার্সে ভর্তির ফরম স্ব-স্ব বিভাগ থেকে সংগ্রহ করতে হবে। ফরমের সঙ্গে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, এসএসসি, এইচএসসি ও স্নাতক (সম্মান) পাসের মার্কশিট/সার্টিফিকেট এবং প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি এবং মাস্টার্সে ভর্তি ফি জমা স্লিপের প্রিন্ট কপি শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগীয় শিক্ষক কর্তৃক নিরীক্ষা করিয়ে বিভাগীয় চেয়ারম্যানের স্বাক্ষরসহ সংশ্লিষ্ট বিভাগে জমা দেবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাস্টার্সে পুনঃভর্তির ক্ষেত্রেও নিজ নিজ বিভাগ থেকে ফরম সংগ্রহ করতে হবে। ফরমের পাশাপাশি সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, মাস্টার্সে পুনঃভর্তির ভর্তি ফি জমা বাবদ পেমেন্ট স্লিপের প্রিন্ট কপি এবং সর্বশেষ পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি নিজ নিজ বিভাগীয় শিক্ষকের কাছ থেকে নিরীক্ষা করিয়ে বিভাগীয় চেয়ারম্যানের স্বাক্ষরসহ সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে।

এক্ষেত্রে ভর্তি ফি ও বিভাগের আদায়যোগ্য ফি একত্রে এমএ/এমএসএস/এমবিএ জন্য ৪ হাজার ৫০ টাকা এবং এমএসসির জন্য ৪৮৫০ টাকা নির্ধারিত হয়েছে। ভর্তি ফি শিউর ক্যাশ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, আগস্ট ১২, ২০২১
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।