ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুয়েটে ২০ শিক্ষার্থী বহিষ্কার, ২২ জনের জরিমানা

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১২
কুয়েটে ২০ শিক্ষার্থী বহিষ্কার, ২২ জনের জরিমানা

খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্র-শিক্ষক সংঘর্ষের ঘটনায় ২০ শিক্ষার্থীকে বহিষ্কার ও ২২ শিক্ষার্থীকে অর্থদণ্ড দিয়েছেন কর্তৃপক্ষ।

বুধবার রাতে এ শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয়।



১ জানুয়ারির সংঘর্ষের পর ৪ জানুয়ারি একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনার তদন্ত শেষে কমিটির দাখিল করা প্রতিবেদনের ভিত্তিতে বুধবার রাতে বিশ্ববিদ্যালয় আইনশৃঙ্খলা কমিটি দোষীদের এ শাস্তি দেয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুর রহমান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বাংলানিউজকে জানান, দোষীদের মধ্যে ৫ জনকে আজীবন বহিষ্কার, ৪ জনকে ২ বছরের জন্য, ৬ জনকে ১ বছরের জন্য ও ৫ জনকে ৬ মাসের জন্য বহিস্কার করা হয়েছে। এছাড়া বাকিদের বিভিন্ন অঙ্কের অর্থদণ্ড দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বার্ষিক বনভোজনকে কেন্দ্র করে গত ১ জানুয়ারি কুয়েটের ছাত্র-শিক্ষকদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় ২ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।