ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

‘বঙ্গবন্ধু ছিলেন ভালোবাসার কাঙাল’

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২১
‘বঙ্গবন্ধু ছিলেন ভালোবাসার কাঙাল’

ইবি: সাধারণ মানুষের জন্য বঙ্গবন্ধু ভালোবাসার কাঙাল হিসেবে উল্লেখ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, বঙ্গবন্ধু ছিলেন ভালোবাসার কাঙাল। এই ভালোবাসা পাওয়ার চেয়ে দেওয়ার প্রতি ঝোঁক ছিলো তার।

সোমবার (১৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের নির্বাচিত শিক্ষক ইউনিট কর্তৃক আয়োজিত  ‘বঙ্গবন্ধুর বিশ্বভাবনা’ শীর্ষক অনলাইন আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

তিনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন কালজয়ী একজন মানুষ। তিনি দার্শনিক, চিন্তক, গবেষক এবং যোগ্য নেতৃত্ব দানকারী ছিলেন। বাংলার জনগণ কোনো শোষক জমিদারদের হাতে নিপীড়নের শিকার হোক এটা তিনি কখনোই চাননি। ৪৮ থেকে পরবর্তীতে বাংলায় যতো ইতিহাস রচিত হয়েছে এমন কোনো জায়গা নেই যেখানে তার উপস্থিতি ছিলো না। কিন্তু আমরা নিমকহারাম, অকৃতজ্ঞ জাতি। এতকিছু করা সত্ত্বেও স্বাধীনতাবিরোধী কিছু কাপুরষরা তাকে নির্মমভাবে হত্যা করে বাংলার মাটিতে এক কালো অধ্যায় রচিত করেছে।

বঙ্গবন্ধু পরিষদের নির্বাচিত শিক্ষক ইউনিটের সভাপতি অধ্যাপক ড. রুহুল কে এম সালেহ'র সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী।  

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আশফাক হোসেন। সংগঠনের সাধারণ সম্পাদক ড. আবু হেনা মোস্তফা জামাল অনুষ্ঠানটির সঞ্চালনা করেন।  

বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ