ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবির সাবেক রেজিস্ট্রারের দাফন সম্পন্ন

ইবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২১
ইবির সাবেক রেজিস্ট্রারের দাফন সম্পন্ন

ইবি: রাষ্টীয় মর্যাদায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক রেজিস্ট্রার বীর মুক্তিযোদ্ধা ড. মসলেম উদ্দীনের দাফন সম্পন্ন হয়েছে।  

মঙ্গলবার (১৭ আগস্ট) বেলা ১১টায় কুষ্টিয়ার পৌর গোরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে গতকাল (১৬ আগস্ট) ঢাকার উত্তরায় তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে কুষ্টিয়া শহরের হাউজিং সি ব্লকের ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। ড. মসলেম উদ্দীনের দাফনের আগে কুষ্টিয়া সদর থানার পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।  

এসময় সেখানে কুষ্টিয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস, কুষ্টিয়া মডেল থানার ওসি মো. সাব্বির হোসেন উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, সাবেক রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দসহ প্রায় ৫ শতাধিক উপস্থিত লোক উপস্থিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ড. মোসলেম উদ্দীন দীর্ঘদিন অসুস্থ ছিলেন। আনুমানিক ২০ দিন আগে তার ব্লাড ক্যানসার ধরা পরে। এরপর থেকে তিনি রাজধানীর গ্রীণ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ৪ আগস্ট থেকে তার কেমোথেরাপি শুরু হয়।  

পরবর্তীতে তাকে বাসায় নিয়ে আসা হলে ১৫ আগস্ট রাত থেকে আবার শারীরিক অবস্থার অবনতি হয়। তাৎক্ষণিক তাকে উত্তরার জাহান আরা হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়। পরবর্তীতে লাইফ সাপোর্টে নেওয়া হলে সোমবার (১৬ আগস্ট) দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ