ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুয়েট খুলছে ১৩ ফেব্রুয়ারি

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১২

খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষা কার্যক্রম আবার ১৩ ফেব্রুয়ারি (সোমবার) থেকে শুরু হচ্ছে। এজন্য ১২ ফেব্রুয়ারি (রোববার) বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসগুলো খুলে দেওয়া হবে।



কুয়েটের জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুর রহমান বাংলানিউজকে জানান, বিশ্ববিদ্যালয়ের সার্বিক প্রেক্ষাপট বিবেচনায় এনে শিক্ষার্থীদের শিক্ষার স্বার্থে এবং শিক্ষা ও গবেষণার পরিবেশ সমুন্নত রাখার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম আবার শুরু হবে।  

তিনি জানান, গত ২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উদ্ভুত পরিস্থিতির প্রেক্ষাপটে ছাত্রছাত্রীদের জানমালের নিরাপত্তা ও সরকারি সম্পত্তি রক্ষার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।