ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

শিক্ষা

প্রতিষ্ঠাবার্ষিকীতে রুয়েটে মেডিক্যাল সেন্টার উদ্বোধন

রাবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫২, সেপ্টেম্বর ১, ২০২১
প্রতিষ্ঠাবার্ষিকীতে রুয়েটে মেডিক্যাল সেন্টার উদ্বোধন

রাবি: ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আধুনিক মেডিক্যাল সেন্টার উদ্বোধন করা হয়েছে।  

বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেডিক্যাল সেন্টার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রফিকুল ইসলাম সেখ।

 

এছাড়া বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সম্প্রসারণ ও শিক্ষক ডরমিটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

এর আগে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। এরপর বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবস-২০২১ এর কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য।  

এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও বিশ্ববিদ্যালয়ের শহীদ ছাত্রদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।  

এদিকে বিশ্ববিদ্যালয় দিবসে বৃক্ষ রোপণ কর্মসূচি, মাছের পোনা অবমুক্তকরণ, ভার্চ্যুয়াল প্লাটফর্মে শিক্ষার্থীদের আইডিয়া কন্টেস্টের পুরস্কার বিতরণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সেলিম হোসেন, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল গোফফার খান, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মিয়া মো. জগলুল সাদতসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।