ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবি ছাত্রের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি

জবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২১
জবি ছাত্রের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি আকবর হোসাইন রাব্বি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী মো. আকবর হোসাইন রাব্বির রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন  শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হকের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়।

এতে বলা হয়, গত ২৭ আগস্ট ১২তম ব্যাচের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী মো. আকবর হোসাইন রাব্বি খান পুরান ঢাকার মেস থেকে বেরিয়ে যান এবং তার সহপাঠীরা বিভিন্ন সময় ফোনে যোগাযোগ করলে আশেপাশে অবস্থান করছেন বলে জানান। রাতে যখন তার সঙ্গে যোগাযোগ করা হয় তখন একটু পর বাসায় ফিরবেন বলে তার বড় বোনকে জানান তিনি। অতঃপর রাত ৯টার দিকে খবর আসে তিনি চট্টগ্রামের একটি ফ্লাইওভার থেকে নিচে পড়ে গেলে স্থানীয়রা তাকে অজ্ঞান অবস্থায়  চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় ১ সেপ্টেম্বর ভোর ৪টা ৫০মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আকবর।

এ ঘটনায় আকবরের সহপাঠীরা স্মারকলিপিতে বলেন, আমাদের ধারণা আকবরকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা সাধারণ শিক্ষার্থীরা আমাদের সহপাঠীর এমন রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

ডাক্তার ও পুলিশ সূত্রে জানা যায়, এটি কোন আত্মহত্যা কিংবা দুর্ঘটনার ছিল না। তাকে অজ্ঞান ও আহত অবস্থায় ফ্লাইওভার থেকে ফেলে দেওয়া হয়। ইতোমধ্যে চট্টগ্রামের খুলশী থানায় আকবরের পরিবার একটি মামলাও করেছেন।

এদিকে অনতিবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় না আনলে কঠোর মানববন্ধন কর্মসূচি ও প্রয়োজনে আমরণ অনশনের কথাও উল্লেখ করা হয় স্মারকলিপিতে।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ