ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

শিক্ষা

শাবিপ্রবির প্রক্টর হলেন আলমগীর কবির

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০০, সেপ্টেম্বর ২, ২০২১
শাবিপ্রবির প্রক্টর হলেন আলমগীর কবির

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আলমগীর কবির।

বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইশফাকুল হোসেন।

তিনি বলেন, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক আলমগীর কবিরকে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে নবনিযুক্ত প্রক্টর আলমগীর কবির বলেন, উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা যথাযথভাবে পালন করার চেষ্টা করবো। শিক্ষার্থীদের জন্য শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কাজ করবো। এজন্য সবার সহযোগিতা কামনা করছি।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।