ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পরীক্ষা না হলে শহীদ মিনারে আত্মহত্যার হুমকি কুবি শিক্ষার্থীর 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২১
পরীক্ষা না হলে শহীদ মিনারে আত্মহত্যার হুমকি কুবি শিক্ষার্থীর  মো. আনিসুর রহমান

কুমিল্লা: ‘আমি কুবির বুকে শহীদ মিনারে আত্মহত্যা করবো। আত্মহত্যার ডেট হয়তো আর পিছাতে পারছি না! চার বছরে ৪ সেমিস্টার।

অপেক্ষার অবসান কোথায়? আত্মহত্যা ছাড়া কোন সমাধান দেখছি না। ’ 

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘Comilla University’ গ্রুপে এমনই এক স্ট্যাটাস দিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃ-বিজ্ঞান বিভাগ, ১২তম ব্যাচের শিক্ষার্থী মো. আনিসুর রহমান।

স্ট্যাটাসে তিনি আরও লেখেন, ‘আমার বর্ষের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেটার অনার্স শেষ। ন্যাশনালে পড়ুয়া শিক্ষার্থীরা চতুর্থ বর্ষে পড়ে। জাবিতে পড়ুয়া আমার এক বছরের ছোট বোন এখন আমার বর্ষে। কুবিতে ভর্তি হওয়াটা কি আমাদের অপরাধ ছিল?’ 

এরপরে স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, ‘পরিবারে যখন অভাব আর অসুস্থতা থাকে তখন স্বপ্নগুলো কতোটা লজ্জা পায়- সেটা হয়তো প্রশাসন হয়তো বুঝবে না। কারণ ওনাদের মাস শেষে অ্যাকাউন্টে বেতন ঢুকে যাচ্ছে, অভাব বলতে কিছু নেই। অনার্স প্রথম, আর শেষ বর্ষ বুঝি না। সব ব্যাচের এক সঙ্গেই পরীক্ষা শুরু করতে হবে। কেননা সবাই জটে আছে। সেপ্টেম্বরের ১৫ তারিখের মধ্যে পরীক্ষার রুটিন না পেলে আমি কুবির বুকে শহীদ মিনারে আত্মহত্যা করবো। ’

এ বিষয়ে ওই শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে যেহেতু পরীক্ষা শুরু হয়েছে আমাদের পরীক্ষার তারিখও ঘোষণা করতে হবে। পরীক্ষা না হলে, স্ট্যাটাসে আমি যা বলেছি তাই করবো।

কুবির নৃ-বিজ্ঞান বিভাগের প্রধান এন. এম. রবিউল আউয়াল চৌধুরী বলেন, আমিতো সভাপতির দায়িত্ব নিয়েছি মাত্র ৮-১০ দিন হলো, আমাকে একটু আপডেট নিতে হবে। আর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রীয়ভাবে হচ্ছে, এ সময়ে বিভাগের পক্ষে পরীক্ষা নেওয়ার বিষয়ে কোন কিছু করার এখতিয়ার নেই। তা সত্ত্বেও আমি প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করবো এবং ওই ছেলের সঙ্গে কথা বলবো।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, আমি বিষয়টি নিয়ে পরীক্ষা কমিটির সঙ্গে কথা বলবো।

জানা গেছে, মো. আনিসুর রহমান কুবির নৃ-বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ওই ব্যাচের শিক্ষার্থীরা চতুর্থ সেমিস্টার পরীক্ষার জন্য অপেক্ষমাণ আছেন।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ