ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

শিক্ষা

শিক্ষা প্রতিষ্ঠান খোলার পক্ষে করোনা পরামর্শক কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৭, সেপ্টেম্বর ৩, ২০২১
শিক্ষা প্রতিষ্ঠান খোলার পক্ষে করোনা পরামর্শক কমিটি

ঢাকা: করোনা সংক্রমণ নিম্নমুখী হওয়ার দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পক্ষে মত দিয়েছে করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

জাতীয় পরামর্শক কমিটি বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) রাতে এক বৈঠকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পক্ষে এ মত দেয়।

জানা যায়, কমিটির শিক্ষা প্রতিষ্ঠান খোলার পক্ষে মতামত আনুষ্ঠানিকভাবে শিক্ষা মন্ত্রণালয়কে জানিয়ে দেওয়া হবে।

করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, করোনার সংক্রমণ কমে আসছে, করোনার টিকাপ্রাপ্তি নিশ্চিত হচ্ছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া যায়। একই সঙ্গে জনস্বাস্থ্য বিষয়ক বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থাও নিতে হবে।

করোনার সংক্রমণের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটি চলছে।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২১
আরকেআর/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।