ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

শিক্ষা

খুবি শিক্ষার্থীদের আবাসিক হলের সিট ভাড়া মওকুফ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪১, সেপ্টেম্বর ৬, ২০২১
খুবি শিক্ষার্থীদের আবাসিক হলের সিট ভাড়া মওকুফ

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের জন্য করোনাকালীন জুলাই ২০২০ থেকে জুন ২০২১ পর্যন্ত সময়ের হলের সিট ভাড়া মওকুফ করা হয়েছে।

সোমবার (৬ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ তথ্য জানিয়েছেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।

তিনি জানান, এর পূর্ববর্তী বছরের অর্থাৎ করোনা প্রাদুর্ভাবের আগে জানুয়ারি ২০২০ থেকে জুন ২০২০ পর্যন্ত সিট ভাড়া প্রদানে বিলম্ব চার্জও মওকুফ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২১
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।