ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

শিক্ষা

চাকরিজীবীদের স্নাতকোত্তর ডিগ্রি লাভের সুযোগ দিচ্ছে বাকৃবি

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৬, সেপ্টেম্বর ৭, ২০২১
চাকরিজীবীদের স্নাতকোত্তর ডিগ্রি লাভের সুযোগ দিচ্ছে বাকৃবি

বাকৃবি (ময়মনসিংহ): চাকরিরত অবস্থায় স্নাতকোত্তর ডিগ্রি লাভের সুযোগ দিচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অবস্থিত প্রতিষ্ঠান ইন্টারডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি (আইআইএফএস)। দেড় বছর মেয়াদি পেশাদারি এ ডিগ্রিটি হলো ‘মাস্টার্স ইন সাসটেইনেবল এগ্রিকালচার অ্যান্ড ফুড সিকিউরিটি’।

সোমবার (৬ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এতথ্য দেন প্রতিষ্ঠান পরিচালক অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বারি।

তিনি আরো জানান,  তিন সেমিস্টার মেয়াদী কোর্সটিতে ভর্তির জন্য আবেদন গত ২৫ আগস্ট থেকে নেওয়া শুরু হয়েছে এবং তা চলবে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।

১ অক্টোবর থেকে কোর্সটির শ্রেণি কার্যক্রম শুরু হবে। এ কোর্সে ভর্তির জন্যে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বাকৃবি থেকে বিএসসি অথবা ডিভিএম ডিগ্রি অথবা অন্য পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে সমমানের ডিগ্রি থাকতে হবে।
জীববিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, সমাজ বিজ্ঞান এবং ব্যবসা শিক্ষায় তিন বছর মেয়াদি স্নাতক ডিগ্রি এবং সঙ্গে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রিধারীরাও এ কোর্সের জন্য আবেদন করতে পারবেন। তবে এর সঙ্গে কৃষি ও খাদ্য নিরাপত্তা সম্পর্কিত মাঠ পর্যায়ে ৩ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

এ কোর্সের আসন সংখ্যা ৩০টি। ভর্তি আবেদনের জন্য প্রার্থীরা আইআইএফএসের ওয়েবসাইট www.iifs.bau.edu.bd বিস্তারিত জানতে পারবেন।

আইআইএফএসের পরিচালক অধ্যাপক ড. ফরিদা ইয়াসমীন বারি জানান, চাকরিজীবীরা যারা পূর্বে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেননি মূলত তাদের জন্যই এই পেশাদারি ডিগ্রিটি চালু করা হয়েছে। তবে চাকরি থেকে ছুটি নেওয়া ছাড়াই প্রতি সপ্তাহের শুধুমাত্র শুক্র ও শনিবার এ কোর্সটি সম্পন্ন করতে পারবেন।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।