ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা 

শাবিপ্রবি করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২১
শাবিপ্রবিতে স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা 

শাবিপ্রবি (সিলেট): সংস্কার করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) স্টাফ ক্যান্টিন চালু করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে কর্মরত কর্মচারীদের স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত এ ক্যান্টির চালু করা হয়।

মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে ক্যান্টিনের উদ্বোধন  করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ।

উদ্বোধনের সময় উপাচার্য বলেন, সবার জন্য সমৃদ্ধ এবং টেকসই কর্মপরিবেশ সৃষ্টির জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় সব স্টাফের জন্য ভালোমানের খাবার পরিবেশনের জন্য এই স্টাফ ক্যান্টিন আজ থেকে  নতুনভাবে পথচলা শুরু করল। আগামীতে এই ক্যান্টিনের উন্নয়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করবে।  

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, আইআইসিটির পরিচালক অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম, প্রক্টর ড. মো. আলমগীর কবির, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি তাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম , কর্মচারী সমিতির সভাপতি শাহজাহান সিরাজ ও সাধারণ সম্পাদক জুয়েল মিয়া।

বাংলাদেশ সময়: ১৭১০ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২১
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।