ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির গণরুম বিলুপ্তিতে ‘সহযোগিতা করবেন’ ছাত্রসংগঠনের নেতারা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২১
ঢাবির গণরুম বিলুপ্তিতে ‘সহযোগিতা করবেন’ ছাত্রসংগঠনের নেতারা

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণরুম (এক কক্ষে ৩০-৪০ জন) বিলুপ্তিতে প্রশাসনকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন ছাত্রসংগঠনের নেতারা।  

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সংসদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বাংলানিউজকে বলেন, হল খোলা নিয়ে ছাত্রসংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করা হয়। সেখানে তারা সেপ্টেম্বরে হল খোলার পক্ষে মতামত দেয়। প্রশাসনকে সব বিষয়ে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেয়। ক্যাম্পাস খোলার পর ছাত্র সয়গঠনগুলোর গঠনমূলক কর্মসূচি ছাড়া অন্য কার্যক্রম পরিচালনা করার অনুরোধ জানানো হয়।

প্রক্টর বলেন, ১৫ সেপ্টম্বরের পর আমরা প্রভোস্ট কমিটির সভা করে টিকা কার্যক্রম দেখে হল খোলার নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে পারব।

বাংলাদেশ সময়: ০৭৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২১
এসকেবি/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।