ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের নতুন সভাপতি নাহিদ

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২১
ইবির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের নতুন সভাপতি নাহিদ এ এইচ এম নাহিদ

ইবি (কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন এ এইচ এম নাহিদ। আগামী তিন বছরের জন্য তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।

নাহিদ বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।  

সোমবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালটির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু আতাউর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।  

আদেশ থেকে জানা যায়, ডেভেলাপমেন্ট স্টাডিজ বিভাগের পরবর্তীসময়ে নির্দেশ না দেওয়া পর্যন্ত সভাপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রাকিবা ইয়াসমিনকে ২০ সেপ্টেম্বর থেকে সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।  

ইবি ১ম সংবিধির সংশোধিত ১০ (১) ধারায় সিনিয়র শিক্ষক সহকারী অধ্যাপক এ এইচ এম নাহিদকে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) থেকে পরবর্তীকালে তিন বছরের জন্য ওই বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ করা হলো। এ দায়িত্ব পালনের জন্য তিনি নিয়মানুযায়ী সুযোগ সুবিধা পাবেন।  

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।