ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পকেটে নকল রাখায় পরীক্ষার্থীকে বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২১
পকেটে নকল রাখায় পরীক্ষার্থীকে বহিষ্কার

কুমিল্লা: পকেটে নকল রাখার অভিযোগে কুমিল্লায় এক ডিগ্রি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।  

শনিবার (২ অক্টোবর) ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা কেন্দ্র পরিদর্শনের সময় গোলাম সামদানি নামের ওই পরীক্ষার্থীকে বহিষ্কার করেন।

 

শনিবার ব্রাহ্মণপাড়া মোশাররফ হোসেন ডিগ্রি কলেজের আওতাধীন ভেন্যু আবদুল মতিন খসরু ডিগ্রি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি তৃতীয় বর্ষের ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হয়।  

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শনে যান ইউএনও সোহেল রানা। এ সময় সন্দেহ হলে তিনি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলতাফ হোসেনকে ওই পরীক্ষার্থীর পকেট তল্লাশি করার নির্দেশনা দেন।

ইউএনও জানান, তল্লাশিকালে পরীক্ষার্থীর পকেটে নকল পাওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।