ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

দক্ষ জনশক্তির চাহিদা মেটাবে আধুনিক ব্যবসায়িক শিক্ষা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
দক্ষ জনশক্তির চাহিদা মেটাবে আধুনিক ব্যবসায়িক শিক্ষা

ঢাকা: বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) এবং  ব্র্যাক ইউনিভার্সিটি আন্তর্জাতিক বাণিজ্য ও ব্যবসার একাডেমিক কোর্স চালু করায় দেশে দক্ষ জনশক্তির অভাব পূরণ করা সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, দেশের ব্যবসা-বাণিজ্যের অনেক ক্ষেত্রে আমাদের দক্ষ জনশক্তির অভাব রয়েছে।

বিদেশি দক্ষ জনশক্তি দিয়ে আমাদের চাহিদা পূরণ করতে হয়। বিএফটিআইর এ উদ্যোগ আমাদের আশার আলো দেখাচ্ছে। দেশে দক্ষ জনশক্তি তৈরি করা গেলে আমাদের অনেক বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।

রোববার (৩১ অক্টোবর) ঢাকায় বিএফটিআই মিলনায়তনে  বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) এবং ব্র্যাক ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। যুগোপযোগী আধুনিক ব্যবসায়িক শিক্ষা এবং আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্যে স্নাতকোত্তর ডিপ্লোমা (পিজিডি) পরিচালনার জন্য প্রতিষ্ঠান দুটি এই এমওইউ স্বাক্ষর করে।

এ সময় বাণিজ্যমন্ত্রী বিএফটিআইয়ের ত্রৈমাসিক নিউজ লেটার (ট্রেড ফর চেঞ্জ) আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশ আন্তর্জাতিক বাণিজ্যে সুনাম অর্জন করেছে। রপ্তানি দিনদিন বাড়ছে। বাংলাদেশ এখন একটি শক্তিশালী অর্থনীতির ওপর দাঁড়িয়ে আছে। মানুষের গড় আয়ু, মাথাপিছু আয় ও স্বাক্ষরতার হার বেড়েছে। আমাদের বিপুল সংখ্যক জনশক্তি আছে।

মন্ত্রী বলেন, আসন্ন বাণিজ্য-সম্পর্কিত সব চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে বাণিজ্যে দক্ষ মানবসম্পদ তৈরি খুবই প্রয়োজন। বিএফটিআই এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্দোগে প্রস্তাবিত পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা মানসম্মত শিক্ষা নিশ্চিত করবে এবং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে দক্ষ জনশক্তি গড়তে অবদান রাখবে।

বিএফটিআইর চেয়ারম্যান বলেন, ব্র্যাক ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে শিক্ষামূলক কোর্স (পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা, পরবর্তীতে  মাস্টার্স) ও বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি চালুর জন্য এবং বাণিজ্য, বিনিয়োগ এবং ব্যবসার ওপর গবেষণা পরিচালনা করা একটি প্রশংসনীয় উদ্যোগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে এবং দেশের আর্থ সামাজিক ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে।

উল্লেখ্য, এই সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে প্রতিষ্ঠান দুটি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ও  মাস্টার্স প্রোগ্রাম, সার্টিফিকেট প্রোগ্রাম এবং ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামের মতো শিক্ষামূলক কোর্সসমূহ যৌথভাবে পরিচালনা করবে। বিএফটিআইর পক্ষে  প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. জাফর উদ্দীন এবং ব্র্যাক ইউনিভার্সিটির পক্ষে ভিসি  প্রফেসর ড. ভিনসেন্ট চ্যাং এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেনব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির চেয়ারপার্সন তামারা হাসান আবেদ ও ভিসি প্রফেসর ড. ভিনসেন্ট চ্যাং।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ। আরও উপস্থিত ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান এ.এইচ.এম. আহসান, অতিরিক্ত বাণিজ্য সচিব (প্রশাসন) মিসেস মালেকা খায়রুন্নেসা, রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের রেজিস্ট্রার (অতিরিক্ত সচিব) শেখ শোয়েবুল আলম, টিসিবির চেয়ারম্যান ব্রি. জেনারেল মো. আরিফুল হাসানসহ ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং বিএফটিআইর কর্মকর্তারা।

বাংলাদেশ সময় : ২০৪০ ঘণ্টা, অক্টোবর ৩১,২০২১
জিসিজি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।