ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সিলেট মহিলা কলেজে মাস্টার্স চালুর দাবি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, মার্চ ২৭, ২০১২
সিলেট মহিলা কলেজে মাস্টার্স চালুর দাবি

ঢাকা: সিলেট সরকারি মহিলা কলেজে সমাজকর্ম বিভাগে মাস্টার্স কোর্স চালুর দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা।

মঙ্গলবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন করে মাস্টার্স বাস্তবায়ন পরিষদ।



পরিষদের শিক্ষার্থীরা জানায়, কলেজ কর্তৃপক্ষ এবং শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে সমাজকর্ম বিষয়ে মাস্টার্স কোর্স চালুর দাবি জানিয়ে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। সিলেট মহিলা কলেজে বর্তমানে সাতটি বিষয়ে চার বছর মেয়াদী অনার্স কোর্স চালু আছে। তবে কোনো বিষয়ে মাস্টার্স কোর্স চালু নেই।

শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের অন্য এলাকায় সিলেট মহিলা কলেজ থেকে অপেক্ষাকৃত ক্ষুদ্র কলেজেও মাস্টার্স কোর্স চালু রয়েছে। শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনতিবিলম্বে  সমাজকর্ম বিষয়ে মাস্টার্স কোর্স চালুর দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১২

সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।