ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

ইভিএমে ত্রুটি, মেয়র প্রার্থী মোস্তফার ক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৩, ডিসেম্বর ২৭, ২০২২
ইভিএমে ত্রুটি, মেয়র প্রার্থী মোস্তফার ক্ষোভ কর্মীদের সঙ্গে মেয়র প্রার্থী মোস্তফা

রংপুর: ইভিএমে ত্রুটির কারণে রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ভোট দিতে এসে বিড়ম্বনায় পড়েন জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তফা। এ সময়  ভোট দেওয়ার জন্য তাকে প্রায় ৩০ মিনিট অপেক্ষা করতে হয়।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল ৮টা ৫০ মিনিটে তিনি আলমনগর কলেজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন। সেখানে ইভিএম ত্রুটির কারণে আধা ঘণ্টা অপেক্ষার পর ৯টা ২১ মিনিটের দিকে ভোট দেন।

ভোট দেওয়া শেষে এ পরিস্থিতিকে নির্বাচন কমিশনের ‘ব্যর্থতা’ হিসেবে আখ্যা দিয়ে মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, ইভিএম ত্রুটির কারণে ভোট দিতে দেরি হয়েছে। রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলবো। এ ভোটকেন্দ্রেই দু’ভোটগ্রহণ কক্ষে ইভিএমের ত্রুটি আছে।

এ সময় ভোটগ্রহণের সঙ্গে যুক্ত সবার দায়িত্বে অবহেলার অভিযোগ তোলেন তিনি।

বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।