ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভোটের সব তথ্য জানাতে অ্যাপ তৈরির উদ্যোগ নিয়েছে ইসি

ইকরাম-উদ দৌল, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
ভোটের সব তথ্য জানাতে অ্যাপ তৈরির উদ্যোগ নিয়েছে ইসি

ঢাকা: ভোট এলেই সাধারণ ভোটার কিংবা জনগণের নানা ধরনের তথ্যের প্রতি আগ্রহ কিংবা প্রয়োজন বেড়ে যায়। সংশ্লিষ্টদের প্রয়োজন তো থাকেই।

তাই নির্বাচন কেন্দ্রিক সব তথ্য একসঙ্গে পেতে এবার অ্যাপ তৈরির পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনার মো. আলমগীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নির্বাচনী অ্যাপে ভোটের এলাকা, কেন্দ্র, কেন্দ্রের অবস্থান, ভোটার নম্বর, প্রার্থীর নাম ইত্যাদি থাকবে। এছাড়া ভোটের পর ফলাফল থাকবে। এক্ষেত্রে কেন্দ্রভিত্তিক এবং সামগ্রিক ফলাফলও পাওয়া যাবে অ্যাপে।

ইসি কর্মকর্তারা বলছেন, অনেকদিন ধরেই ভোটের সব তথ্য এক সঙ্গে পাওয়ার একটি উপায় খোঁজা হচ্ছিল। কেননা অংশীজনরা বিভিন্ন সময় নানা ধরনের তথ্যের জন্য আসেন। এছাড়া গণমাধ্যমেরও নানা  ধরনের তথ্যের প্রয়োজন হয়। একটি অ্যাপ তৈরির হলে সবাই খুব সহজেই সব তথ্য পেয়ে যাবেন।

তবে এই পরিকল্পনা কতটুকু বাস্তবায়ন হবে তা নির্ভর করবে বাজেট প্রাপ্তি ওপর। নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, টেকনিক্যাল দিক থেকেই করাই যাবে, তবে কতটুকু করা যাবে, কী পরিমাণ অর্থের প্রয়োজন হবে এটাই এখন বিষয়। এটি তৈরির পর মেইনটেন্সের জন্যও অর্থের প্রয়োজন হবে।

তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই এমন একটি অ্যাপ তৈরি করতে চাই। তবে বাজেট না পাওয়া গেলে তো হবে না। সাধ তো আছে কতকিছুই করার, এখন সাধ্যে কতটুকু কুলোবে জানি না। আমরা তো সিসি ক্যামেরার ব্যবহারও শুরু করেছিলাম। কিন্তু বাজেট স্বল্পতায় এখন ধারবাহিক হচ্ছে না।

ভোট ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার এক দশক আগে থেকেই শুরু করেছে ইসি। প্রার্থী ব্যবস্থাপনা, ফলাফল ব্যবস্থাপনায়ও  প্রযুক্তির ব্যবহার করা হয় গত দশকের শুরুর দিক থেকে। এছাড়া ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহারও করছে তারা। এখন সবকিছুই একটি অ্যাপের মধ্যে আনতে পারলে সেটি হবে আরেক ধাপ উন্নয়ন।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
ইইউডি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।