ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

আমতলী উপজেলা পরিষদের পুনঃনির্বাচন বৃহস্পতিবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
আমতলী উপজেলা পরিষদের পুনঃনির্বাচন বৃহস্পতিবার

বরগুনা: আমতলী উপজেলা পরিষদের পুনঃনির্বাচন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার ১৬ মার্চ। এরই মধ্যে নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

নির্বাচনে তিন জন প্রার্থী চেয়ারম্যান পদে লড়ছেন।

আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ইভিএমএ ভোট গ্রহণের নির্বাচনের প্রস্তুতি শেষ হয়েছে। বুধবার দুপুরে সব কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।  

উপজেলায় ৬১টি কেন্দ্রের ৫৪৯টি বুথের মাধ্যমে এক লাখ ৭১ হাজার ৮৬ জন ভোটার তাদের ভোট দেবেন। ভোট গ্রহণের জন্য ৬১জন প্রিজাইর্ডিং, ৫৪৯ জন সহকারী প্রিজাইডিং ও এক হাজার ৯৮ জন পুলিং অফিসার নিযুক্ত করা হয়েছে।  

নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

ভোটে আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এমএ কাদের মিয়া, ইসলামী আন্দোলনের হাত পাখা প্রতীকে মো. ওমর ফারুক জিহাদী ও স্বতন্ত্র আনারশ প্রতীকে মো. জিল্লুর রহমান রুবেল মোক্তার প্রতিদ্বন্দ্বিতা করছেন। ।

২০১৯ সালের ৩১ মার্চ উপজেলা পরিষদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। ঋণ খেলাপির অভিযোগে উচ্চ আদালত ফোরকান মিয়াকে বরখাস্ত করে এ পদ শূন্য ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।