ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

‘সকাল সকাল ভোট দিয়ে পবিত্র দায়িত্বটা শেষ করতে চাই’

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৬, জানুয়ারি ৭, ২০২৪
‘সকাল সকাল ভোট দিয়ে পবিত্র দায়িত্বটা শেষ করতে চাই’

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল সকাল ভোট দিয়ে পবিত্র দায়িত্বটা শেষ করতে চাই বলে জানালেন ১৪ নং ওয়ার্ডের ভোটার আ: মান্নান। তিনি বলেন, ভোট আমার নাগরিক অধিকার এটা থেকে বঞ্চিত হওয়ার কোন সুযোগ নেই।

রোববার (০৭ জানুয়ারি) সকালে ঢাকা ১৫ আসনের কাজীপাড়া সিদ্দিকীয়া মাদরাসায় ভোট দিতে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, আমার গ্রামের বাড়ি ভোলা, কয়েকদিন ওখানে অবস্থান করছিলাম। গত দুইদিন আগে ঢাকায় এসেছি একমাত্র ভোট দিতে। ঢাকায় আমি একাই ভোটার। বাড়িতে ছেলে, ছেলের বৌ, মেয়ে সবাইকে বলে এসেছি ভোট দিতে। গণতন্ত্র বিকাশে ভোটের কোন বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন।

আ: মান্নানের মতো সকাল সকাল ভোট দিতে এসেছেন বিউটি বেগম। তিনি বাংলানিউজকে বলেন, এবার নিয়ে দ্বিতীয়বার ভোট দিচ্ছি পাঁচ বছর পরপর এই সুযোগ আসে তাই মিস করতে চাই না। আমার পরিবারের তিনজনই ভোট দিতে এসেছি বলে তিনি উল্লেখ করেন।

ঢাকা ১৫ আসনে শীতের সকালে ভোটার উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে দেখা গেছে।


বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৩
এসএমএকে/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।