ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

নির্বাচন ও ইসি

নিবন্ধন ও প্রবাসীদের ভোটের অগ্রগতি জেনে নিল এনসিপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৭, সেপ্টেম্বর ৮, ২০২৫
নিবন্ধন ও প্রবাসীদের ভোটের অগ্রগতি জেনে নিল এনসিপি বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন এনসিপির যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা।

ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) থেকে দলের নিবন্ধন ও প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার প্রক্রিয়ার অগ্রগতি জেনে নিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।  

সোমবার (০৮ সেপ্টেম্বর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠক করে এনসিপির যুগ্ম-আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসাসহ তিন সদস্যের প্রতিনিধিদল অগ্রগতি জেনে নেন।

বৈঠক শেষে জহিরুল ইসলাম মুসা সাংবাদিকদের বলেন, আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টি নিবন্ধন পাওয়ার জন্য সব শর্ত পূরণ করেই আবেদন করেছিল। সেটি প্রক্রিয়াধীন আছে। আমরা নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের কাছে জানতে চেয়েছিলাম যে, সেই প্রক্রিয়াটি কোন পর্যায়ে আছে। তারা আমাদের আপডেট দিয়েছেন যে, এটি মাঠ পর্যায় থেকে ভেরিফিকেশন সম্পন্ন হয়ে তাদের কাছে রিপোর্টগুলো আসছে। এ রিপোর্টগুলো কমপাইল করার পর তারা হয়তো এ মাসের ভেতরেই শুধু এনসিপির ব্যাপারে না, অন্য যে কয়টা রাজনৈতিক দল উত্তীর্ণ হয়েছিল তাদের মধ্যে যাদের রিপোর্টগুলো পজিটিভ আসবে, তাদের সবার ব্যাপারেই একটি ইতিবাচক সিদ্ধান্ত নেবে।  

তিনি বলেন, যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে। তার আগেই সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের একটি ধারাবাহিক ডায়লগের আয়োজন করতে হবে। সে ডায়লগের অংশ হিসেবে তারা সব রাজনৈতিক দলের সঙ্গে বসবেন। বিশেষ করে যারা নতুনভাবে নিবন্ধিত হবেন তাদেরসহ এ বিষয়টি আজকে আমরা আলোচনা করেছি।

তিনি আরও বলেন, আপনারা জানেন যে, জাতীয় নাগরিক পার্টি শুরু থেকেই আমরা খুবই উচ্চ কণ্ঠে প্রবাসী ভোটিংয়ের দাবি জানিয়ে এসেছিলাম। সে ব্যাপারেও আমরা একটি আপডেট জানতে চেয়েছিলাম এবং সেখান থেকেও আমাদের জানানো হয়েছে। আপনারা জানেন যে ইতোমধ্যে কমিশন সিদ্ধান্ত নিয়েছেন পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটগুলো দেওয়ার ব্যবস্থা করা হবে। সেটি কতদিন আগে এ পোস্টাল ব্যালটগুলো পাঠানো হবে এবং কি প্রক্রিয়ায় তারা আবার ভোটটি সম্পন্ন করে আবার পাঠাবেন, সে বিষয়টি আমরা আলোচনা করেছি। কমিশন থেকে আমাদের যেটা জানানো হয়েছে যে, যারা বিদেশে বসে ভোট দেবেন এবং বাংলাদেশেও যারা নিজ সংসদীয় আসনের বাইরে থাকবেন, যারা কোনো পেশাগত বা অন্য কোনো কারণে তারাও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। সেজন্য কমিশনের পক্ষ থেকে একটি অ্যাপস ওপেন করা হবে এবং ওখানে একটি নির্দিষ্ট সময় দেওয়া থাকবে। নিবন্ধন সম্পন্ন করলে তাদের আগে থেকেই ব্যালট পেপার পাঠানো হবে এবং ভোটিং সম্পন্ন করে আবার পোস্টের মাধ্যমে সংশ্লিষ্ট সংসদীয় আসনে পাঠাবেন এবং এটি মূল ভোটের যে কাউন্ট সেটির সঙ্গে গণনায় অন্তর্ভুক্ত করা হবে।

ইইউডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।