ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

নৌকার তানসেনের কাছে হারলেন বিএনপির বহিষ্কৃত জিয়াউল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৮ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
নৌকার তানসেনের কাছে হারলেন বিএনপির বহিষ্কৃত জিয়াউল রেজাউল করিম তানসেন ও জিয়াউল হক মোল্লা

বগুড়া: বগুড়া-৪ কাহালু-নন্দীগ্রাম আসনে নৌকা প্রতীকে ৪২ হাজার ৭৫৭ ভোট পেয়ে ১৪ দলীয় জোট প্রার্থী এ, কে, এম রেজাউল করিম তানসেন বেসরকারিভাবে এমপি নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী ডা. জিয়াউল হক মোল্লা ঈগল প্রতীকে ৪০ হাজার ৬১৮ ভোট পেয়েছেন।

রোববার (০৭ জানুয়ারি) রাতে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয় ৷

কাহালু উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মেরিনা আফরোজ জানান, সবার সহযোগিতায় কাহালুতে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সহকারী পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল ) ওমর আলী জানান, বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
কেইউএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।