ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

নরসিংদীর ৪টিতে নৌকা, একটিতে স্বতন্ত্র জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৯ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৪
নরসিংদীর ৪টিতে নৌকা, একটিতে স্বতন্ত্র জয়ী

নরসিংদী: জেলার পাঁচটি আসনে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে চারটি আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জয়ী হলেও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয় লাভ করেছেন।

রোববার (০৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. বদিউল আলম।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী নরসিংদী সদর-১ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম (হিরো)। তিনি পেয়েছেন ৮৮ হাজার ১৮৩ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান পেয়েছেন ৫৫ হাজার ৫৫৯ ভোট।

নরসিংদী-২ (পলাশ) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুল আশরাফ খান। তিনি পেয়েছেন ৮৬ হাজার ৯৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির এ এন এম রফিকুল আলম সেলিম পেয়েছেন চার হাজার ৯১৫ ভোট।

নরসিংদী-৩ (শিবপুর) আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লা। তিনি পেয়েছেন ৫৬ হাজার ৭৭৯ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফজলে রাব্বি খান পেয়েছেন ৪৫ হাজার ১১৫ ভোট।

নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তিনি পেয়েছেন ৭৭ হাজার ৯৮২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম খান বীরু পেয়েছেন ৭০ হাজার ৬৮৫ ভোট।

নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাজিউদ্দিন আহমেদ রাজু। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন এক লাখ ১১ হাজার ৭৫৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান পেয়েছেন ৬৪ হাজার ৭৭ ভোট।

বাংলাদেশ সময়: ০৪৩৮ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।