ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

৪৮১ উপজেলায় ভোটের তারিখ জানাল ইসি

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৪
৪৮১ উপজেলায় ভোটের তারিখ জানাল ইসি

ঢাকা: আরও ১৩৭ উপজেলা পরিষদ নির্বাচন কখন অনুষ্ঠিত হবে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ নিয়ে মোট ৪৮১টি উপজেলা নির্বাচনের তারিখ জানাল সংস্থাটি।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) এমন তথ্য জানান ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা।

কর্মকর্তারা জানান, সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলের ১৩৭ উপজেলার সময় নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে আগামী ৪ মে প্রথম ধাপে ৪৫টি, দ্বিতীয় ধাপে ১১ মে ৪৪টি, তৃতীয় ধাপে ১৮ মে ৩৪টি ও চতুর্থ ধাপে ২৫ মে ১৪টি উপজেলায় ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।

এর আগে রাজশাহী; রংপুর; খুলনা; বরিশাল; ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের ৩৪৪টি উপজেলা ভোটের সময় জানিয়েছিল ইসি। এতে বলা হয়েছিল ছয় অঞ্চলে প্রথম ধাপে ১০৮ টি, দ্বিতীয় ধাপে ১২১টি, তৃতীয় ধাপে ৭৭টি, ও চতুর্থ ধাপে ৩৮টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮১টি উপজেলার সময় জানাল ভোট আয়োজনকারী সংস্থাটি।

দুই ধাপে ঘোষিত ইসির তালিকা অনুযায়ী, প্রথম ধাপে ১৫৩টি, দ্বিতীয় ধাপে ১৬৫টি, তৃতীয় ধাপে ১১১টি ও চতুর্থ ধাপে ৫২ টি উপজেলার সময় জানাল ইসি।

কোন উপজেলায় কবে ভোট, তালিকা দেখতে ক্লিক করুন

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৪
ইইউডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।