ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভোটকেন্দ্রের আশপাশে ঘোরাফেরা, ইউপি চেয়ারম্যানের গাড়ি জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, মে ৮, ২০২৪
ভোটকেন্দ্রের আশপাশে ঘোরাফেরা, ইউপি চেয়ারম্যানের গাড়ি জব্দ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে নির্বাচন কমিশনের অনুমোদনবিহীন গাড়ি নিয়ে ভোটকেন্দ্রের আশপাশে ঘোরাফেরা করায় ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত প্রাইভেট কার জব্দ করেছে পুলিশ।

বুধবার (৮ মে) দুপুরে উপজেলার সমেশপুর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশ থেকে এ গাড়ি জব্দ করা হয়।

সহকারী পুলিশ সুপার (কামারখন্দ সার্কেল) আদনান মোস্তাফিজ জানান, নির্বাচনের দিন ভোটকেন্দ্রের আশপাশে অনুমোদনহীন গাড়ি নিয়ে ঘোরাফেরা আচরণবিধি লঙ্ঘন। সমেশপুর কেন্দ্রের পাশে ইউপি চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দের গাড়ি রাখা ছিল।  এ সময় তার গাড়ি জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, মে ৮, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।