ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সিইসির শোক প্রকাশ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৪
উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সিইসির শোক প্রকাশ ধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন: ফাইল ফটো

ঢাকা: অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ-এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনসহ অন্য কমিশনাররা।

শুক্রবার (২০ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালা মো. শরিফুল আলম এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানান।

শোকবার্তায় প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য কমিশনাররা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শুক্রবার উপদেষ্টা এএফ হাসান আরিফ হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  

বাংলাদেশ সময়: ০১২৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৪
ইইউডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।