ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

বাড়ি বাড়ি ভোটার হালনাগাদে ৭ সমন্বয় কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৫
বাড়ি বাড়ি ভোটার হালনাগাদে ৭ সমন্বয় কমিটি নির্বাচন ভবন

ঢাকা: বাড়ি বাড়ি ভোটার তালিকা হালানাগাদে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে মাঠ পর্যায়ে সাতটি সমন্বয় কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন। কমিটিগুলো ১৬ ধরনের কার্যক্রম নিশ্চিত করবে।

ইসির নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী ইতোমধ্যে কমিটি প্রধানদের চিঠি পাঠিয়েছেন।

এক অফিস আদেশ থেকে জানা গেছে, বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনারের নেতৃত্বে, আঞ্চলিক পর্যায়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার নেতৃত্বে, জেলা পর্যায়ে জেলা প্রশাসকের নেতৃত্বে, উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে, সিটি করপোরেশনে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার নেতৃত্বে, ক্যান্টনমেন্ট বোর্ডে ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসারের নেতৃত্বে ছয়টি কমিটি এবং কেন্দ্রীয় পর্যায়ে নির্বাচন কমিশনের সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।

সমন্বয় কমিটির কার্য-পরিধি:
(১) ভোটার তালিকা হালনাগাদকরণ কার্যক্রমে রেজিস্ট্রেশন অফিসারের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে প্রতিপালিত হচ্ছে কি না, তা নিশ্চিত করা;

(০২) প্রয়োজনীয় জনবল, যানবাহন ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়াদির চাহিদা মোতাবেক রেজিস্ট্রেশন অফিসার/সহকারী রেজিস্ট্রেশন অফিসারকে সহযোগিতা প্রদান করা;

(০৩) বাড়ি বাড়ি গমন করে তথ্য সংগ্রহকারীগণ কর্তৃক নিবন্ধন ফরম পূরণ এবং রেজিস্ট্রেশন কেন্দ্রে এসে ছবি তুলতে বা এ সংক্রান্ত কার্যক্রম গ্রহণে কোনো সমস্যা হলে তাৎক্ষণিকভাবে তা সুরাহা করা;

(০৪) যন্ত্রপাতি ও প্রযুক্তি সঠিক আছে কি না, তা পর্যবেক্ষণ করা;

(০৫) যন্ত্রপাতি ব্যবহারে অপারেটরগণ কোন সমস্যার সম্মুখীন হচ্ছে কি না, তা পরিবীক্ষণ করা;

(০৬) হালনাগাদকরণ কার্যক্রমে দায়িত্ব পালনকারীদের মধ্যে সমন্বয় ঠিকমত হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করা;

(০৭) তথ্য সংগ্রহকারী ও অন্যান্য জনবল নিয়োগ এবং তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে প্রতিপালিত হচ্ছে কি না, তা নিশ্চিত করা;

(০৮) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী বা শিক্ষক বিশেষ করে তথ্য সংগ্রহ ও সুপারভাইজিং কাজে নিয়োজিত ব্যক্তিগণকে সার্বক্ষণিকভাবে এ সংক্রান্ত কাজে ন্যস্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করা;

(০৯) ইউনিয়ন পরিষদ/পৌরসভা বা কোন ওয়ার্ড ও ভোটার এলাকার সীমানা নির্দিষ্ট করতে কোনো সমস্যা হলে সংশ্লিষ্ট সকলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে বিধি বিধান অনুযায়ী সমাধান করা;

(১০) হালনাগাদকরণ কার্যক্রম উপলক্ষে গৃহীত প্রশিক্ষণ কার্যক্রমে সহায়তা প্রদান করা;

(১১) হালনাগাদ কার্যক্রমে সকলকে উদ্বুদ্ধকরণ, গণসচেতনতা সৃষ্টি ও প্রচার কাজে মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপসনালয়কে সম্পৃক্তকরণের ব্যবস্থা করা;

(১২) হালনাগাদকরণ কার্যক্রম সরেজমিন পরিদর্শন করা;

(১৩) যাচাই কার্যক্রম সঠিকভাবে প্রতিপালনের লক্ষ্যে ইউনিয়ন/পৌরসভায় তত্ত্বাবধান তদারকী টিম গঠন করা;

(১৪) হালনাগাদকরণ কার্যক্রমের সার্বিক অগ্রগতি মূল্যায়ন করা এবং মূল্যায়ন প্রতিবেদন সময়ে সময়ে নির্বাচন কমিশন সচিবালয়কে অবহিত করা;

(১৫) নির্বাচন কমিশন কর্তৃক সময়ে সময়ে প্রদত্ত এ সংক্রান্ত বিশেষ নির্দেশাবলী যথাযথভাবে প্রতিপালন করা;

(১৬) সমন্বয় কমিটি প্রতি সপ্তাহে কমপক্ষে একবার সভায় মিলিত হবে এবং সমন্বয় কমিটি কর্তৃক গৃহীত কার্যক্রম প্রতিবেদন আকারে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রেরণ করবে।

আগামী ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কবরে নির্বাচন কমিশন।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৫
ইইউডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।