ঢাকা, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

হাসপাতালে গিয়ে ৭১ জনকে এনআইডি সেবা দিল ইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২০, জানুয়ারি ২২, ২০২৫
হাসপাতালে গিয়ে ৭১ জনকে এনআইডি সেবা দিল ইসি

ঢাকা: রাজধানীর তিনটি হাসপাতালে গিয়ে জুলাই অভ্যুত্থানে আহতদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা দিল নির্বাচন কমিশন (ইসি)। দুই দিনে তিনটি হাসাপাতালে মোট ৭১ জনকে সেবা দেওয়া হয়েছে বলে জানান সংস্থাটির এনআইডি শাখার সহকারী প্রোগ্রামার মোহাম্মদ শাহাবুদ্দিন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যাল হাসপাতালে ৫৭ জন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৩ জন ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে এক; মোট ৭১ জনকে সেবা দেওয়া হয়েছে। এদের মধ্যে অনেকেকই ভোটার করে নেওয়া হয়েছে। কারো এনআইডি হারিয়ে যাওয়ায় নতুন এনআইডি দেওয়া হয়েছে। কেউ কেউ এনআইডি সংশোধন করে নিযেছেন। অনেকেই আবার স্মার্টকার্ড নিয়েছেন।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক এ এস এম হুমায়ুনের চিন্তাপ্রসূত এই উদ্যোগ নেয় ইসি। অন্যান্য হাসাপাতালেও এই সেবা অব্যাহত রাখা হতে পারে। যদি তেমন চাহিদা আসে। এমনকি রাজধানীর বাইরেও জুলাই অভ্যুত্থানে আহত কেউ হাসপাতালে থাকলে, চাহিদার ভিত্তিতে তাদেরও সেবাটি দেওয়া হবে।

বর্তমানে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রম পরিচালনা করছে ইসি। আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তথ্য সংগ্রহের কাজ। এরপর শুরু হবে ছবি তুলে নিবন্ধন শেষ করার কাজ। তাই এই কার্যক্রমে জুলাই অভ্যুত্থানে আহতদের সম্পৃক্ত করতেই হাসাপাতালে গিয়ে সেবা দিচ্ছে সংস্থাটি।

এর আগে বাড়ি গিয়ে অসুস্থ নাগরিকের ছবি তুলে সেবা দেওয়া হলেও হাসাপাতালে এভাবে ভোটার করাসহ অন্য সেবা দেওয়ার নজির এবারই প্রথম।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
ইইউডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।