সচিব এবং অন্যান্য কর্মকর্তা নিয়োগের জন্য পৃথক নির্বাচন কমিশন সার্ভিস গঠনের বিষয়ে সংস্কার কমিশনের করা প্রস্তাবে একমত হয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে যতদিন সার্ভিস গঠন না হচ্ছে ততদিন পর্যন্ত বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে কার্যক্রম চলবে।
বৃহস্পতিবার (১০ জুলাই) নির্বাচন ভবনে অষ্টম কমিশন সভাশেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এই তথ্য জানান।
তিনি বলেন, নির্বাচন কমিশন সচিবালয় আইন বা অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়েছে সচিব এবং অন্যান্য কর্মকর্তাদের নিয়োগের জন্য নির্বাচন কমিশন সার্ভিস নামে একটা সার্ভিস, যেটা সংস্কার কমিশন প্রস্তাব করেছে; আমরা এটার সাথে একমত শুরু থেকেই এবং এটা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে কার্যক্রম চলবে।
এই নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা পুনঃঅর্পণ, এটা রিভাইজ করা হয়েছে। কিছু কিছু জিনিস ফাইন টিউন করা হয়েছে। উল্লেখযোগ্য যেটা বলার মত আছে তা হল জেলা নির্বাচন কর্মকর্তা থেকে শুরু করে উপরে যারা নিয়োগ পাবেন তাদের নিয়োগটা কমিশন কর্তৃক অনুমোদিত হবে। আগে যেটা সরাসরি সচিব করতেন। আর নির্বাচন কমিশন সচিবালয়ে যে ডিপার্টমেন্টাল হেড যারা আছেন তাদের নিয়োগটাও কমিশন দেবে। এর পাশাপাশি টেকনিক্যালে যারা আছেন তাদের ব্যাপারে আমরা একটা নীতিমালা করতে যাচ্ছি, যাতে করে কাজের ধরন এবং যোগ্যতা অনুযায়ী যথাযথ ব্যক্তি যথাযথ জায়গায় নিয়োগ পান।
ইইউডি/এমএম