ঢাকা, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

প্রবাসীদের জন্য প্রক্সি ভোটিং ব্যবস্থার কথা ভাবছে ইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৭, জানুয়ারি ৩০, ২০২৫
প্রবাসীদের জন্য প্রক্সি ভোটিং ব্যবস্থার কথা ভাবছে ইসি

ঢাকা: দেড় কোটি প্রবাসী দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দেশে বসেই নির্বাচনে ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করার দাবি জানাচ্ছে। এ দাবি আমলে নিয়ে তা বাস্তবায়নের লক্ষ্যে এবার প্রক্সি ভোটিং ব্যবস্থা করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) নির্বাচন ভবনে আয়োজিত তৃতীয় কমিশন সভায় এমন সিদ্ধান্ত নিয়ে আলোচনা করেছে এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন।

বৈঠকের পর নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটিং পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে। আলোচনার পরে আমরা দেখতে পাচ্ছি তিনটি পদ্ধতি আমাদের সামনে আছে। একটি হলো পোস্টাল ব্যালট, যদিও ওটা খুব একটা কার্যকরী নয়। দ্বিতীয়টা হচ্ছে প্রক্সি ভোটিং। এই বিধান বিভিন্ন দেশে আছে। আর তৃতীয় অপশন হচ্ছে অনলাইনে ভোটার ব্যবস্থা। কিন্তু এ ব্যবস্থাটি খুব সহজ নয়।

তিনি বলেন, আমরা ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রতিনিধির সঙ্গে এ ব্যাপারে আলাপ করেছি। তারাও এর প্রয়োগ সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা প্রথম দুটি উপায়কে ডেভেলপ করব এবং অনলাইন ভোটিং নিয়ে আমরা আরও বেশি পর্যালোচনা করব। পরে অনলাইন ভোটিংয়ের ওপর একটা পাইলোটি করব যে এটা সম্ভব কিনা।

বর্তমানে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা অত্যন্ত জটিল এবং সময়সাপেক্ষ। ফলে এতে কেউ সাড়া দেন না বললেই চলে। আর প্রক্সি ভোটিংয়ের ধারণাটি নিউজিল্যান্ডসহ বিভিন্ন দেশে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৫
ইইউডি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।