ঢাকা, মঙ্গলবার, ২ বৈশাখ ১৪৩২, ১৫ এপ্রিল ২০২৫, ১৬ শাওয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কোর কমিটিতে নির্বাচন কর্মকর্তাকেও রাখবে সরকার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৫
জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কোর কমিটিতে নির্বাচন কর্মকর্তাকেও রাখবে সরকার

ঢাকা: বিভাগ ও জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কোর কমিটিতে নির্বাচন কর্মকর্তাকেও রাখার জন্য সিদ্ধান্ত নিয়েছে সরকার। এক্ষেত্রে তাদের নির্বাচনকালীন সময়ের জন্য অন্তর্ভুক্ত করা হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. মামুন এ সংক্রান্ত নির্দেশনা ইতোমধ্যে সকল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে পাঠিয়েছেন। যার অনুলিপি নির্বাচন কমিশনকেও দেওয়া হয়েছে। এর আগে নির্বাচন কমিশন থেকেই সরকারকে মাঠ পর্যায়ের ওই কমিটিতে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের রাখার জন্য অনুরোধ করা হয়।

বিভাগীয় কমিশন ও জেলা প্রশাসকদের পাঠানো নির্দেশনায় মন্ত্রিপরিষদ বিভাগ বলেছে, জেলার আইন-শৃঙ্খলা রক্ষা এবং এ সংক্রান্ত কার্যক্রম সমন্বয়ের জন্য বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনারকে সভাপতি এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসককে সভাপতি করে কোর কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা সংক্রান্ত কার্যক্রমের সুষ্ঠু সমন্বয়ের স্বার্থে বিভাগ ও জেলা পর্যায়ে গঠিত আইনশৃঙ্খলা কোর কমিটিতে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের অন্তর্ভুক্তকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক মন্ত্রিপরিষদ বিভাগকে অনুরোধ জানানো হয়েছে।

এই অবস্থায় নির্বাচনকালীন বিভাগ ও জেলা পর্যায়ে গঠিত আইনশৃঙ্খলা রক্ষায় এবং এ সংক্রান্ত কোর কমিটির সভায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাকে অন্তর্ভুক্তকরণের জন্য নির্দেশ দেওয়া হলো।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৫
ইইউডি/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।