ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

সূর্য উঠলে পরিষ্কার হবে: আ.লীগের নিবন্ধন বাতিল প্রসঙ্গে সিইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৫, মে ১২, ২০২৫
সূর্য উঠলে পরিষ্কার হবে: আ.লীগের নিবন্ধন বাতিল প্রসঙ্গে সিইসি সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সিইসি এ এম নাসির উদ্দিন

ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম সরকার নিষিদ্ধ ঘোষণার পর দলটির নিবন্ধন বাতিল প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম নাসির উদ্দিন বলেন, সূর্য উঠে গেলে পরিষ্কার হবে।  

সোমবার (১২ মে) নির্বাচন ভবনে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, সরকার কর্তৃক দলটির কার্যক্রম নিষিদ্ধের গেজেটটি এখনো পাইনি। গেজেটটা আসেনি, তাই সিদ্ধান্ত নিতে পারিনি। অফিসিয়াল গেজেট না পেলে তো কিছু বলা যায় না।  

প্রজ্ঞাপন হলে নিবন্ধন বাতিল সম্ভব কিনা—এমন প্রশ্নে তিনি বলেন, সেটা হলে বলতে পারব। আমরা এই দেশের জন্য কাজ করি... সূর্য উঠে গেলে পরিষ্কার হবে। প্রজ্ঞাপন হলে জানতে পারবেন।  

অন্য এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, নির্বাচন কমিশন বাংলাদেশেরই একটি প্রতিষ্ঠান, আমরা কনসার্ন, কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন পেলেই ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয় নাগরিক কমিটির আন্দোলনের প্রেক্ষিতে গত ১০ মে সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়।

গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, সরকার কোনো দলকে নিষিদ্ধ করলে নির্বাচন কমিশনের (ইসি) তার নিবন্ধন বাতিল করার বাধ্যবাধকতা রয়েছে।

কোনো দলের নিবন্ধন বাতিল হলে সেই দলটি নিজের প্রতীকে ভোটে প্রার্থী দিতে পারে না। ২০০৮ সালে নিবন্ধন প্রথা চালুর পর থেকে এ পর্যন্ত ৫৫টি দলকে নিবন্ধন দিয়েছে ইসি। পরবর্তীতে আদালতের আদেশসহ বিভিন্ন কারণে বাংলাদেশে জামায়াতে ইসলামীসহ পাঁচটি দলের নিবন্ধন বাতিল করেছে সংস্থাটি।

ইইউডি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।