ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

নির্বাচন ও ইসি

ভোটের প্রতীক ‘শাপলা’ নয়, নীতিগত সিদ্ধান্ত ইসির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০২, জুলাই ৯, ২০২৫
ভোটের প্রতীক ‘শাপলা’ নয়, নীতিগত সিদ্ধান্ত ইসির

দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ নির্বাচন বিধিমালায় তফসিলভূক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, শাপলা জাতীয় প্রতীক হওয়ায় নির্বাচনের প্রতীক হিসেবে এটি বিধিমালার তফসিলভূক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তটি বাস্তবায়ন হলে প্রতীকটি কেউ পাওয়ার সুযোগ থাকবে না।

গত ১৭ এপ্রিল নাগরিক ঐক্য শাপলা প্রতীক চেয়ে আবেদন করে। এরপর জাতীয় নাগরিক পার্টিও প্রতীকটি দাবী করে গত ২২ জুন।

বর্তমানে ইসির কাছে ৬৯টি প্রতীক সংরক্ষিত আছে। এর মধ্যে ৫১টি প্রতীক নিবন্ধিত দলের জন্য বাকিগুলো স্বতন্ত্র প্রার্থীদের জন্য। এবার নতুন দলগুলোকে নিবন্ধন দেওয়ার প্রক্রিয়া হাতে নিয়েছে। তাই প্রতীকের সংখ্যা বাড়িয়ে ১১৫টি করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। তবে এতে শাপলা প্রতীক রাখা হচ্ছে না।  

ইইউডি/এমজে/এএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।