ঢাকা: এবার শাপলার পাশপাশি সাদা শাপলা ও লাল শাপলা চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (০৪ আগস্ট) ইসি সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার (০৩ আগস্ট) আমাদের কাছে দলটি শাপলা সংক্রান্ত আবেদন দিয়েছে। কমিশন প্রতীকের যে তফসিল সংশোধন করছে সেখানে শাপলা নেই। কমিশন বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবে।
জানা গেছে, প্রথমে শাপলা, কলম ও মোবাইল প্রতীক চেয়েছিল এনসিপি। এখন কলম ও মোবাইল এর স্থলে সাদা শাপলা ও লাল শাপলা চেয়েছে দলটি।
কোনো দল নিবন্ধন পেলে সেই দলকে ইসির প্রতীকের তালিকার থেকে নিজেদের মার্কা বেছে নিতে হয়। সেই তালিকায় জাতীয় প্রতীক বিধায় শাপলাকে রাখেনি কমিশন। এছাড়াও অন্য একটি দল এ প্রতীকটি আগে চেয়েছে বলে সে বিষয়টিও আমলে নিয়েছে সংস্থাটি। এ অবস্থায় সাদা শাপলা ও লাল শাপলা চাইলো এনসিপি।
এনসিপি নিবন্ধন চেয়ে আবেদন করেছে, যা বাছাই প্রক্রিয়ার মধ্যে রয়েছে।
ইইউডি/আরআইএস