ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

নির্বাচনী প্রচারণামূলক পোস্টার-বিলবোর্ডমুক্ত খুলনা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
নির্বাচনী প্রচারণামূলক পোস্টার-বিলবোর্ডমুক্ত খুলনা খুলনার সড়কে নেই কোনো নির্বাচনী প্রচারণামূলক ব্যানার-পোস্টার

খুলনা: আসন্ন একাদশ জাতীয় নির্বাচনকে ঘিরে শহর থেকে শুরু করে পাড়া-মহল্লা সরগরম হয়ে উঠেছে। তাতে বিলবোর্ড থেকে শুরু করে ব্যানার, পোস্টার, ফেস্টুনের প্রচারণায় ছেয়ে গিয়েছিলো সর্বত্র।

তবে রোববার (১৮ নভেম্বর) দিনগত রাত ১২টার মধ্যে এসব সরিয়ে ফেলতে নির্দেশনা দিয়েছিলো নির্বাচন কমিশন (ইসি)।

এসব অপসারণের সময়সীমা অতিক্রান্ত হওয়ার পরও অনেকে সেগুলো সরাননি।

যার কারণে সোমবার (১৯ নভেম্বর) খুলনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশে বিলবোর্ড-পোস্টার অপসারণ অভিযান পরিচালনা করা হয়।

খুলনা মহানগরী এবং ৯টি উপজেলায় ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট আইন-শৃঙ্খলা বাহিনী ও সিটি করপোরেশনের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করেন।

জেলা প্রশাসক জানান, খুলনা মহানগর এবং উপজেলাগুলো এখন শতভাগ নির্বাচনী প্রচার-প্রচারণামূলক বিলবোর্ড-পোস্টারমুক্ত।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা,  নভেম্বর ১৯, ২০১৮
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।