ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভোটের মাঠে নৌ পুলিশ নামছে বৃহস্পতিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
ভোটের মাঠে নৌ পুলিশ নামছে বৃহস্পতিবার

ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এবার ভোটের মাঠে নামছে নৌ পুলিশ সদস্যরা। ভোটের তিনদিন আগে বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) থেকে তারা নির্ধারিত এলাকায় দায়িত্ব পালন শুরু করবেন।

বুধবার (২৬ ডিসেম্বর) নৌ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) শেখ মুহম্মদ মারুফ হাসান বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, নির্বাচনী নিরাপত্তায় বৃহস্পতিবার থেকে মাঠে থাকবে নৌ পুলিশ।

দেশের ১৩টি জেলার নির্ধারিত স্থানে প্রায় দেড় হাজার নৌ পুলিশের সদস্য মোতায়েন থাকবে।

তিনি বলেন, নিরাপত্তার দায়িত্ব পালনে নৌ পুলিশের নিজেদের কোনো পরিকল্পনা নেই। তবে সংশ্লিষ্ট এলাকার নির্বাচনী কর্মকর্তার নির্দেশে সংশ্লিষ্ট সদস্যরা দায়িত্ব পালন করবেন।

ভোটের দিন ও ভোটের আগে-পরে সার্বিক নিরাপত্তায় নৌ পুলিশের সদস্যরা থানা পুলিশকে সার্বক্ষণিক সহায়তা করবেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
পিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।