ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

আপনাদের সেবক হতে এসেছি: শেখ তন্ময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
আপনাদের সেবক হতে এসেছি: শেখ তন্ময় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শেখ তন্ময়

বাগেরহাট: বাগেরহাট-২ (বাগেরহাট সদর-কচুয়া) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম শেখ তন্ময় বলেছেন, আমি আজ এখানে এসেছি আপনাদের সেবক হতে। ৩০ তারিখে আমাকে ভোট দিয়ে আপনাদের সেবক হওয়ার সুযোগ দিন।

বুধবার (২৬ ডিসেম্বর) বিকেলে কচুয়া উপজেলার বাধাল বাজারে বাধাল ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আগামী সংসদ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ‘এ নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত করতে পারবো স্বাধীনতাবিরোধী শক্তি রাষ্ট্রীয় ক্ষমতা কায়েম করবে, না আমরা স্বাধীনতার পক্ষের শক্তি যারা উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছি তারা।

আমরা সহাবস্থানে বিশ্বাস করি। হিন্দু-মুসলিমসহ সব সম্প্রদায়ের লোকের সঙ্গে একসাথে বসবাস করে দেশকে এগিয়ে নিয়ে যাব। ’

শেখ তন্ময় বলেন, ‘আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে বাগেরহাট ও কচুয়াকে সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত করবো। আমার রক্তের কেউও যদি সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজি করতে চায় তা কঠোর হস্তে দমন করা হবে। ’

বাধাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস কোতওয়ালের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন- বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, সংসদ সদস্য হ্যাপি বড়াল, কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান, আওয়ামী লীগ নেতা নকিব নজিবুল হক নজু, ফরিদা আক্তার বানু লুসি, বাধাল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নকিব অহিদুল ইসলাম প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।