ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ঐক্যফ্রন্টের নেতারা পাগলের প্রলাপ বকছে: কামরুল

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
ঐক্যফ্রন্টের নেতারা পাগলের প্রলাপ বকছে: কামরুল সাংবাদিকদের সঙ্গে কথা বলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকা-২ (কামরঙ্গীরচর-সাভার-কেরানীগঞ্জ) আসনে নৌকার প্রার্থী খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, নির্বাচনের তিনদিন আগে ধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগ দাবি করা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়। নিশ্চিত পরাজয় জেনেই পাগলের প্রলাপ বকছেন তারা।

বুধবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক নির্বাচনী জনসভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।

এ বিষয়ে সবার সজাগ থাকতে হবে।  

এসময় উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক শাহীন আহমেদ, ঢাকা জেলা যুবলীগ সভাপতি শফিউল আজম খান বারকু, যুবলীগ কেন্দ্রীয় নেতা ইউসুফ আলী চৌধুরী সেলিম, শাক্তা ইউপি চেয়ারম্যান সালাহউদ্দিন লিটন, বাস্তা ইউপি চেয়ারম্যান আশকর আলী প্রমুখ।

পক্ষপাতী আচরণের অভিযোগ তুলে মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ চেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরিতে ব্যর্থ হয়েছে অভিযোগ করে সিইসির অবিলম্বে পদত্যাগ চায় তারা।

গুলশানের বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির এক বৈঠক শেষে এ পদত্যাগের দাবি তোলা হয়।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।