ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

সুষ্ঠু নির্বাচন দেখতে চান যুক্তরাজ্যের রাষ্ট্রদূত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
সুষ্ঠু নির্বাচন দেখতে চান যুক্তরাজ্যের রাষ্ট্রদূত ড. মোমেনের সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ছবি: বাংলানিউজ

সিলেট: দেশে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চান যুক্তরাজ্যের রাষ্ট্রদূত অ্যালিসন ব্লেইক।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে সিলেট-১ আসনের মহাজোটের প্রার্থী ড. মোমেনের বাসায় সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

অ্যালিসন বলেন, নির্বাচনের প্রচারণা ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য আমি সিলেট এসেছি।

সিলেটে উৎসবমুখর পরিবেশে একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চাই। এসব বিষয় নিয়েই ড. মোমেনের সঙ্গে তার সৌহার্দপূর্ণ পরিবেশে তার আলাপ হয়েছে। তবে এ নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

ড. মোমেন ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠকের ব্যাপারে বাংলানিউজকে বলেন, অ্যালিসন ব্লেইকের সঙ্গে নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তাকে জানিয়েছি, নির্বাচনে ঈদের মতো উৎসব হচ্ছে। তাকে আমি জানিয়েছি- নৌকার প্রচার-প্রচারণায় বিরোধী দলের নেতারা বিভিন্নভাবে বাধা দিচ্ছেন। এছাড়া নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়েও কথা বলেছি।

তিন আরও বলেন, তাকে আমরা জানিয়েছি- আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসলে দেশে কি কি উন্নয়ন হবে।

মোমেনের বাসা থেকে বেরিয়ে খন্দকার আব্দুল মুক্তাদিরের বাসায় যান ব্রিটিশ হাইকমিশনার। সেখানে মুক্তাদিরের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে তার একান্ত বৈঠক চলছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
এনইউ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।