ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

স্বামীর জন্য ভোট চাইলেন তন্ময়ের স্ত্রী 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
স্বামীর জন্য ভোট চাইলেন তন্ময়ের স্ত্রী  স্বামীর জন্য ভোট চাচ্ছেন তন্ময়ের স্ত্রী। ছবি: বাংলানিউজ

বাগেরহাট: নির্বাচনী প্রচারণার শেষ দিনে বাগেরহাট-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী শেখ সারহান তন্ময়ের জন্য নৌকায় ভোট চাইলেন তার  স্ত্রী ইফরা তন্ময়।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিকেলে বাগেরহাট খানজাহান আলী কলেজ মাঠে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় স্বামীর জন্য ভোট চান তিনি।

এসময় ইফরা তন্ময় বলেন, আপনারা অনেক কষ্ট করে জনসভায় এসেছেন।

আপনাদের শুধু একটা কথাই বলতে চাই, ৩০ তারিখ নির্বাচনে আপনারা তন্ময়কে ভোট দেবেন।
 
তিনি আরও বলেন, স্ত্রী হিসেবে বলতে চাই তন্ময় একজন ভাল মানুষ। আর কোনো ভাল মানুষ কখনও খারাপ কাজ করতে পারে না।  

এসময় স্ত্রীর পাশে দাঁড়িয়ে ছিলেন তন্ময়। সঙ্গে ছিলেন তার বাবা বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, মা রুপা চৌধুরী ও বোন ব্যারিস্টার অনন্যাসহ তন্ময়ের অনেক আত্মীয়-স্বজন।  

শেখ হেলাল উদ্দিন বাগেরহাট-১ আসন থেকে এবং শেখ তন্ময় বাগেরহাট-২ আসন থেকে নৌকার প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকুর সভাপতিত্বে জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শওকাত আলী বাদশা, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হ্যাপি বড়াল, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এসএম কামাল হোসেন, অ্যাড. আমিরুল আলম মিলন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খান হাবিবুর রহমানসহ আরো অনেকে।

নির্বাচনী জনসভায় জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। জনসভায় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।  

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।