ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

বাগেরহাটে আ’লীগ কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৮
বাগেরহাটে আ’লীগ কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ

বাগেরহাট: বাগেরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

শনিবার (২৯ ডিসেম্বর) ভোর রাতের কোনো একসময় আমলাপাড়া রোডের ওই কার্যালয়টিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।  

খবর পেয়ে ভোর সাড়ে ৪টার সময় বাগেরহাট ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ততক্ষণে কার্যালয়টির চেয়ার টেবিল, টেলিভিশনসহ অর্ধাংশ পুড়ে যায়।

৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মুক্ত বলেন, আমরা রাত ১২টা পর্যন্ত নির্বাচনী কাজকর্ম শেষ করে বাড়িতে যাই। গভীর রাতে খবর পাই আমাদের কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। পরে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে অন্যদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করে।  

তিনি অভিযোগ করে বলেন, ‘আমাদের এখানে বিএনপি-জামায়াত-জঙ্গিদের আস্তানা। ওরাই পরিকল্পিতভাবে আমাদের কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে। শর্ট সার্কিট বা অন্যকোন কারণে এখানে অগ্নিকাণ্ড হয়নি বলেও দাবি করেন তিনি।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাহাদাত হোসেন বলেন, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। খবর শুনে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে দেখা হচ্ছে এ ঘটনায় কারা জড়িত।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।