ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

নাচোলে ইউপি’র উপ-নির্বাচনে আব্দুস ছালাম জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৭ ঘণ্টা, মার্চ ১, ২০১৯
নাচোলে ইউপি’র উপ-নির্বাচনে আব্দুস ছালাম জয়ী

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৩নং নাচোল ইউনিয়ন পরিষদের (ইউপি) উপ-নির্বাচনে বে-সরকারিভাবে আব্দুস ছালাম নির্বাচিত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার বে-সরকারিভাবে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করেন।

নৌকা প্রতীকে ৯ হাজার ৩৭৯ ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম আনারস প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৩৯৬ ভোট। অন্যদিকে, অপর স্বতন্ত্র প্রার্থী দুরুল হোদা চশমা প্রতীকে পেয়েছেন ২ হাজার ২২৩ ভোট।  

এরআগে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ শুরু হয়।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।