ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ফেনীর ৬ উপজেলায় ৩৯ জনের মনোনয়ন জমা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪০ ঘণ্টা, মার্চ ৫, ২০১৯
ফেনীর ৬ উপজেলায় ৩৯ জনের মনোনয়ন জমা

ফেনী: ফেনীর ৬টি উপজেলা পরিষদ নির্বাচনে ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

সোমবার (৪ মার্চ) বিকেল ৪টা পর্যন্ত রির্টানিং ও সহকারী রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাছির উদ্দিন পাটওয়ারী জানান, ফেনী সদর উপজেলায় চেয়ারম্যান পদে দু’জন, ভাইস চেয়ারম্যান পদে একজন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন, দাগনভূঁঞা উপজেলা চেয়ারম্যান পদে একজন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে দু’জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে দু’জন, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান পদে একজন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে দু’জন, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে দু’জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে দু’জন, পরশুরাম উপজেলা চেয়ারম্যান পদে একজন, ভাইস চেয়ারম্যান পদে একজন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন মনোনয়নপত্র দাখিল করেন।

 

ফেনী সদর উপজেলায় জেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান আবদুর রহমান বিকম। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন জেলা আওয়ামী লীগের সদস্য এম আজহারুল হক আরজু। ভাইস চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক এ কে এম শহীদ খোন্দকার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জোসনা আরা জুসি।  

ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আবদুল আলিম, রামিম মজুমদার, জাসদ নেতা গোলাম জাব্বার পল্টু, ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা যুবলীগের সাবেক সভাপতি অনিল বনিক, উপজেলা কৃষক লীগের সভাপতি আবু আলম আজমীর ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরা আজিজ, জাসদ নেত্রী বিবি মরিয়ম।  

সোনাগাজী উপজেলায় বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহির উদ্দিন মাহমুদ লিপটন। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি আজিজুল হক হিরন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাখাওয়াতুল হক বিটু, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক দীন মোহাম্মদ ও স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম, চর মজলিসপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি এম এ তাহের, মহিলা ভাইস চেয়ারম্যান পদে সোনাগাজী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জোবেদা নাহার মিলি ও স্বতন্ত্র প্রার্থী মোর্শেদা আক্তার।  

এছাড়া জেলা নির্বাচনী কার্যালয়ে রির্টানিং কর্মকর্তার কক্ষে ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মেসবাউল হায়দার চৌধুরী সোহেল। স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য এ এস এম শহীদ উল্যাহ ও স্বতন্ত্র প্রার্থী আবদুল হালিম। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগ সভাপতি এনামুল হক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মহিলা আওয়ামী লীগ সভাপতি বিবি জুলেখা শিল্পী ও সাবেক ছাত্রলীগ নেত্রী আরমিনা ফেরদৌস আইরিন।  

দাগনভূঁঞা উপজেলায় মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা যুবলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান দিদারুল কবির রতন। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন মামুন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল হক রবি, সাবেক ছাত্রলীগ নেতা মো. শাহীন মুন্সি, উপজেলা শ্রমিক লীগ নেতা ও পূর্ব চন্দ্রপুরের সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ হোসেন সোহেল, রাজাপুরের সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ভূঞা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শাহেদা আক্তার শেফালী, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি সাংবাদিক রোকসানা আক্তার সিদ্দিকী, উপজেলা জাতীয় মহিলা পার্টির সভাপতি ফারহানা নিগার সুলতানা, মহিলা লীগ কর্মী আনোয়ারা বেগম।  

পরশুরাম উপজেলায় আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল করিম মজুমদার বাদল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পৌর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সামসুন্নাহার পাপিয়া।

এদিকে, ৬ উপজেলায় একাধিক স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিলেও কোথাও বিএনপি বা অঙ্গসংগঠনের কোনো প্রার্থীকে মনোনয়নপত্র জমা দিতে দেখা যায়নি।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৯
এসএইচডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।