ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

৩ উপজেলার ভোট স্থগিত, মামলার জালে মন্ত্রীর এপিএস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৮ ঘণ্টা, মার্চ ৯, ২০১৯
৩ উপজেলার ভোট স্থগিত, মামলার জালে মন্ত্রীর এপিএস নির্বাচন কমিশনের (ইসি) ভবন। ছবি: বাংলানিউজ

ঢাকা: নির্বাচনে প্রভাব বিস্তারের কারণে আদিতমারী, পূর্বধলা ও জামালগঞ্জ উপজেলার ভোট স্থগিত করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার ও সমাজকল্যাণমন্ত্রীর সহকারী একান্ত সচিবের (এপিএস) বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে ইসি।

শুক্রবার (০৮ মার্চ) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেয় কমিশন।

রোববার (১০ মার্চ) পঞ্চম উপজেলা পরিষদের প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তিনটি উপজেলা ভোট স্থগিত ও তিন উপজেলা প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়ায় ৮০ উপজেলায় ভোট হবে।

ইসি জনসংযোগ শাখা জানায়, লালমনিরহাটের আদিতমারী, নেত্রকোণার পূর্বধলা ও সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

এদিকে প্রভাবমুক্ত নির্বাচনী পরিবেশ নির্বাচন নিশ্চিতে ব্যর্থ হওয়ায় লালমনিরহাটের পাটগ্রামের ওসিকে প্রত্যাহার করার নির্দেশনা দেওয়া হয়েছে। আর প্রভাব বিস্তারের অভিযোগে সমাজকল্যাণ মন্ত্রীর এপিএসের বিরুদ্ধে মামলা দেওয়ার নির্দেশনা দিয়েছে ইসি।

বাংলাদেশ সময়: ২২৩৭ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৯
ইইউডি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।