ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

লালপুরে সহকারী প্রিজাইডিং অফিসারের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
লালপুরে সহকারী প্রিজাইডিং অফিসারের কারাদণ্ড

নাটোর: নাটোরের লালপুর উপজেলায় নির্বাচনে অবৈধভাবে প্রভাব বিস্তারের কারণে রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আতিকুর রহমান নামে একজন সহকারী প্রিজাইডিং অফিসারকে সাতদিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 
 

রোববার (১০ মার্চ) বিকেল ৩টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সি এ রায় দেন।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট বাংলানিউজকে জানান, আতিকুর রহমান ফুটবল মার্কা প্রতীকের মহিলা ভাইস চেয়ারম্যানের পক্ষে প্রভাব বিস্তার করার চেষ্টা করছিলেন।

অপরদিকে, করিমপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুইজন বহিরাগতকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ মহল।  

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।