ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

কুষ্টিয়ার মিরপুরে স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
কুষ্টিয়ার মিরপুরে স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদ নির্বাচনের জাসদ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী (আনারস) ফারুকুজ্জামান জন কেন্দ্র দখলের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

রোববার (২৪ মার্চ) দুপুরের দিকে তিনি এ ভোট বর্জনের ঘোষণা দেন।  

ফারুকুজ্জামান জন জানান, ‘পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা আমার নিজ এলাকার কেন্দ্রগুলোতো টহল জোরদার করেছে।

সেই সঙ্গে বেশ কিছু কেন্দ্র থেকে আমার এজেন্টদের জোর করে বের করে দেওয়া হয়েছে। তাই আমি পুনরায় নির্বাচনের দাবি জানিয়ে এ ভোট বর্জন করছি। ’

এদিকে বেলা ১১টার দিকে মিরপুর উপজেলার শোনদহ নফরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাইনিজ কুড়াল প্রদর্শন করে ভোটারদের ভয় দেখানোর দায়ে গোবিন্দপুর এলাকার মন্টু জোয়াদ্দারের ছেলে এবং স্বতন্ত্র প্রার্থী (আনারস) ফারুকুজ্জামান জনের সমর্থক নাহিদকে (১৭) আটক করে পুলিশ।  

জেলা রিটার্নিং কর্মকর্তা আজাদ জাহান বাংলানিউজকে বলেন, জেলাব্যাপী কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।