ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ফেনীতে স্বতন্ত্র প্রার্থী আরজু গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪২ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৯
ফেনীতে স্বতন্ত্র প্রার্থী আরজু গ্রেফতার

ফেনী: ফেনী সদর উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত স্বতন্ত্র প্রার্থী এম আযহারুল হক আরজুকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৩১ মার্চ) রাতে ধর্মপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃত আরজুর বিরুদ্ধে আটটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

উল্লেখ্য, আরজু ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকমের বিরুদ্ধে আনারস প্রতীকে প্রার্থী হয়েছিলেন। ভোটে ১২৭টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, এ উপজেলায় চেয়ারম্যান পদে আবদুর রহমান বিকম (নৌকা) ৪১ হাজার ৭৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন। অপরদিকে, আজহারুল হক আরজু (আনারস) পেয়েছেন ৫ হাজার ২৫০ ভোট।

এম আজহারুল হক আরজু এক সময় জেলা যুবলীগের আহ্বায়ক ও  
জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। এবং সাবেক গড়ফাদার খ্যাত জয়নাল হাজারীর অন্যতম সহযোগী হিসেবে পরিচিত।  

বাংলাদেশ সময়: ০০৩৯ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৯
এসএইচডি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।